প্রতিচ্ছবি চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের লাভলেইন এলাকা থেকে শিশু পাচারের অভিযোগে মামুনুর রশিদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় জিম্মিদশায় থাকা ৩ শিশুকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে তাকে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহসীন।
এসময় তিনি আরো বলেন, লাভলেইন এলাকা থেকে শিশু পাচারের অভিযোগে স্থানীয়দের সহায়তায় মামুনুর রশিদ আটক করতে সক্ষম হয় বলে জানান তিনি। গত শনিবার থেকে নগরের বটতলী এলাকায় একটি হোটেলে এসব শিশুকে কৌশলে আটকে রেখেছিল মামুনুর রশিদ।
জয় নয়ন/ইএ
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন: