প্রতিচ্ছবি টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে মঙ্গলবার ধানক্ষেতে পড়ে থাকা পরিত্যক্ত ড্রামে খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। উপজেলার খিলপাড়া এলাকায় রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হেলাল উদ্দিন (৩৫) গোপালপুর উপজেলার ডুবাইল এলাকার গাজী শেখের ছেলে। তিনি পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী।
ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, হেলালকে পরিকল্পিতভাবে হত্যা করে ড্রামে ভরে ওই ক্ষেতে ফেলে গেছে খুনিরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
ইএ
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন: