প্রতিচ্ছবি আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ওপিইসি গভর্নর হোসেইন কাজেমপোর আর্দেবিলি অভিযোগ করে বলেছেন, বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠনভুক্ত (ওপিইসি) দেশ সৌদি আরব ও অ-ওপিইসি দেশ রাশিয়া বিশ্বব্যাপী তেল বাজার জিম্মি করে রেখেছে। ইরানের বিশ্বব্যাপী তেল বাজারে প্রবেশ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সংবাদ সংস্থা সাদাকে আর্দেবিলি বলেছেন, সৌদি আরব-রাশিয়া দাবি করেছে যে, তারা বৈশ্বিক তেল বাজারে ভারসাম্য বজায় রাখতে চায়। কিন্তু আসলে তারা তেলের বিশ্ব বাজারে থাকা ইরানের অংশ দখল করার চেষ্টা করছে।
তিনি বলেন, বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের বাজারে ইরানের প্রবেশাধিকারের সুযোগ না দিতে সৌদি আরব ও রাশিয়াকে বাজার জিম্মি করে নিতে উত্সাহিত করছে ট্রাম্প। ইরানের অবস্থা ভেনিজুয়েলায় পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের ষাঁড়ের মতো এমন আচরণের ইতি ঘটবে না। কারণ ইরাক ও কুয়েতের ক্ষেত্রে বিষয়টি এমন ছিল না। -আল জাজিরা
আর এইচ