প্রতিচ্ছবি খুলনা প্রতিনিধি:
খুলনায় চাঞ্চল্যকর শিবলু হত্যার প্রধান সাক্ষী শেখ আনোয়ার(৪০) হোসেন এর লাশ পাশ্ববর্তী পুকুর থেকে উদ্বার করেছে দৌলতপুর থানা পুলিশ। নগরীর দৌলতপুর থানার দেয়ানা মধ্যপাড়া নুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ওসি মোস্তাক আহমেদ জানান, গতকাল রাত ১১টায় রাতের খাবার খেয়ে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি শেখ আনোয়ার হোসেন। আজ দুপুরে তার বাড়ীর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। আনোয়ার দেয়ানার শিবলু হত্যার প্রধান সাক্ষী ছিল।
এজন্য মামলার বিবাদীরা কয়েক বার হুমকি দিয়েছে বলে জানায় তার ভগ্নিপতি বাবু মোল্যা। দেয়ানা মধ্যপাড়া মৃত জালাল শেখের পুত্র সে। সে দৌলতপুর বাজারের কাঁচামাল পাইকারী ব্যবসা ও পরিবহন জয়েন্ট ট্রেডার্সের একজন কর্মী। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট ছাড়া তার মৃত্যুর বিষয়ে কিছু বলা সম্ভব নয়।
শেখ লিয়াকত হোসেন/ইএ