প্রতিচ্ছবি প্রতিবেদক:
বাংলাদেশে সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
আজ রবিবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজনাথ। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন। রাজনাথ সিং বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে দেখেন।
বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন শেষে রাজনাথ প্রার্থনা করতে যান ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দিরে। মন্দির পরিদর্শন শেষে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর।
গত শুক্রবার তিন দিনের সফরে ঢাকায় আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ বিকালেই দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন তিনি।
জেএস
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন: