প্রতিচ্ছবি আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননের পর্যটন শহর ব্রাহ্মানার বিভিন্ন রাস্তায় হাফপ্যান্ট পরিহিত নারী পুলিশ নিয়োজিত করেছেন মেয়র পিয়েরি। বাহ্যিকভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে এটা করা হলেও পর্যটক আকর্ষণই এর মূল উদ্দেশ্য বলে জানা গেছে।
কিন্তু এ ঘটনায় লেবাননেন এবং সামাজিক মাধ্যমগুলোতেও বিতর্কের ঝড় উঠেছে। লেবাননের নাগরিকদের অভিযোগ, এর মাধ্যমে নারী পুলিশকে অবমাননা করা হয়েছে।
নেটিজেনদের অনেকেই বলছেন, পর্যটক আকর্ষণে নারী পুলিশ সদস্যদের ব্যবহার করার বিষয়টি লৈঙ্গিক বৈষম্যের জন্ম দিচ্ছে।
এ ধরনের পোশাকে নারী পুলিশদের নিয়োজিত করাকে অনেকেই যৌন উত্তেজক বলে অভিহিত করেছেন।
জেএস
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন: