১০ মে ২০১৭,
প্রতিচ্ছবি বিনোদন ডেস্ক
গোলাপী পোশাক গায়ে বিবার যখন ভারতের মাটিতে পা রাখেন, ঘড়ির কাঁটায় তখন রাত দেড়টা।কোন পোশাকেই যেন বেমানান নন কানাডিয়ান বংশোদ্ভূত এই পপ সংগীত তারকা।
এবারের সফরে বিবার পাঁচদিন অবস্থান করবেন ভারতে। এর মধ্যে তাজমহল দর্শন আর জয়পুরে ঘোরাঘুরিও আছে তার সফর সূচিতে।
তাকে এক নজর দেখার জন্য বিমানবন্দরের বাইরে জমেছিল ভক্তদের ভিড়। অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সালমান খানের বিশ্বস্ত দেহরক্ষী শেরাও।
বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে জাস্টিন ভারত আসার আগে গিয়েছিলেন দুবাইয়ে। মরুর বালির বুকে বাইক রাইডিংয়ে মেতেছিলেন কিছু সময়।
যতদূর জানা গেছে সুপারহিট গানগুলোই শোনা যাবে বিবারের কণ্ঠে। এর মধ্যে রয়েছে ‘হোয়ার আর ইউ নাউ’, ‘বয়ফ্রেন্ড’, ‘লাভ ইয়োর সেলফ’, ‘অ্যাজ লং অ্যাজ ইউ লাভ মি’ থেকে শুরু করে তার ‘বেবি’ কিংবা ‘পারপাসের’ মতো জনপ্রিয় গানগুলো।
বিবারের চতুর্থ ও সর্বশেষ অ্যালবাম হল ‘পারপাস’। এই অ্যালবামে অনেক ধরনের বাদ্যযন্ত্র নিয়ে নিরীক্ষা করেছেন বিবার।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস