প্রতিচ্ছবি লাইফস্টাইল ডেস্ক:
ভালোবাসার রং নাকি লাল। তাই জীবনের বিশেষ মুহূর্তগুলোতে বেশিরভাগ মানুষ লাল রঙ বেছে নেন। অনেকেই ভালোবাসার মানুষের সঙ্গে প্রথম ডেটিং এ যাওয়ার সময় লাল পোশাক পড়তে বেশি পছন্দ করেন।
আবার উপহারের ক্ষেত্রেও লাল গোলাপের প্রাধান্য বেশি। যার একটি বৈজ্ঞানিক কারণ হলো লাল রঙের পোশাক যৌন আবেদন বাড়িয়ে দেয়। ব্রিটেনস ইউনিভারসিটি অফ লিনকন-এর গবেষকরা এমনটাই দাবি করছে।
ওই গবেষকরা আরো বলেছেন যে, লাল রঙের প্রভাবে অন্যকে আকর্ষণ করা অবশ্য তুলনামূলকভাবে কঠিন। একটি অপেক্ষাকৃত সহজ রঙের কথাও বলেছেন তারা। লাল রঙ ছাড়াও একটি রং রয়েছে যার প্রভাব অন্যের উপর বেশি পড়ে।
ব্রিটেনস ইউনিভারসিটি অফ লিনকন-এর প্রধান গবেষক, রবিন ক্রেমার জানিয়েছেন যে, ডেটিং-এ গেলে কালো রঙের পোশাক সঙ্গীকে বেশি আকর্ষণ করবে লাল রঙের তুলনায়।
ফার্স্ট ডেটস নামে ব্রিটেনের একটি টেলি সিরিয়ালের ৫৪৬ জনকে নিয়ে গবেষণা করেন রবিন ক্রেমার ও তার সঙ্গীরা। সেখানে দেখা গিয়েছিল যে, যারা সিঙ্গল ছিলেন তাদের বেশিরভাগই কালো পোশাক পরে এসেছিলেন।
এআর