প্রতিচ্ছবি গাজীপুর প্রতিনিধি:
স্থানীয় উন্নয়নে জনপ্রতিনিধি ও পেশাজীবীদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় গাজীপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে গাজীপুর জেলা পেশাজীবী সমন্বয় পরিষদ এ সভার আয়োজন করেন।
গাজীপুর পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ন আহবায়ক আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে ও সদস্য আতাউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা.কামরুল হাসান খান।
বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, গাজীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, কেন্দ্রীয় পেশাজীবী সমন্বয় পরিষদের সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, রোভারপল্লী কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্টার কৃষিবিদ মজনু মিয়া, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজের প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ, সাংবাদিক হাবিবুর রহমান, গাজীপুর সাংবাদিক ইউনিয়ন কাপাসিয়া ইউনিটের সভাপতি নূরুল আমীন সিকদার, শিক্ষক জিয়ারুল হক প্রমুখ।
বক্তারা বলেন, উন্নয়নের স্বার্থে নৌকার বিজয়ের লক্ষ্যে সবাইকে সকল ভেদাভেদ ভুলে কাধে কাধ মিলিয়ে এক সাথে কাজ করতে হবে। পাশাপাশি গাজীপুরের উন্নয়ন মানে দেশের উন্নয়ন, তাই আমরা যে যেখানে আছি সেখান থেকে নৌকাকে বিজয়ী করার জন্য প্রতি ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়ার আহবান জানান।
হাবিবুর রহমান/ইএ