প্রতিচ্ছবি আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠকের স্থান ও তারিখ নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডালাসে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের বার্ষিক কনভেনশনে যাওয়ার আগে শুক্রবার হোয়াইট হাউসের লনে ট্রাম্প সাংবাদিকদের একথা জানান। মার্কিন প্রেসিডেন্ট এর বাইরে বিস্তারিত কিছু না বললেও দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকা ও সিঙ্গাপুরকে ট্রাম্প-কিম বৈঠকের জন্য বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস। প্রিলের শেষে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন ও দক্ষিণের প্রেসিডেন্ট মুন জে-ইনের মধ্যে অসামরিক এলাকার পানমুনজমে শীর্ষ বৈঠক হয়েছিল। পিস হাউসের ওই বৈঠক থেকেই দুই নেতা কোরীয় উপদ্বীপকে ‘পারমাণবিক মুক্ত’ করার অঙ্গীকার করেছিলেন।
গত সপ্তাহে ট্রাম্পও উত্তরের নেতার সঙ্গে বৈঠকের স্থান হিসেবে দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক এলাকাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছিলেন। এর বাইরে সিঙ্গাপুরকেও সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে, বলেছিলেন তিনি।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, দায়িত্বরত কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতার বৈঠক আসছে কয়েক সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে ট্রাম্প উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চাপ দেবেন বলেই ধারণা করা হচ্ছে।
কোরীয় উপদ্বীপ থেকে মার্কিন বাহিনী সরিয়ে নেওয়ার যে কোনো পদক্ষেপে দক্ষিণ বিরোধীতা করবে, সিউলের এমন প্রতিক্রিয়ার মধ্যেই ট্রাম্প উত্তরের নেতার সঙ্গে তার বৈঠকের সম্ভাবনার অগ্রগতির কথা জানালেন।
নিজেদের পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার ক্ষেত্রে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি সরিয়ে নেওয়ার শর্ত দিতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের।
এ ধরনের শর্তে সিউল রাজি হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র সফররত দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা দপ্তরের পরিচালক চুং এউই-ইয়ং।
এস এইচ / আর এইচ