প্রতিচ্ছবি বিনোদন ডেস্ক:
গ্রেফতার করা হল তেলেগু ছবির অভিনেত্রী শ্রী রেড্ডি’কে। কাস্টিং কাউচের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাতে নগ্নতাকে বেছে নেয়ায় তাকে গ্রেফতার করা হয়।
তেলেগু ফিল্ম চেম্বার অফ কমার্সের সামনে উর্ধ্বাঙ্গ অনাবৃত করে রাস্তায় বসেন তিনি। পরে অবশ্য পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দেয়। হায়দরাবাদের অভিজাত জুবিলি হিলসে এক পরিচিত অভিনেত্রীকে এভাবে বসে থাকতে দেখে হইচই পড়ে যায়।
শ্রী বলেন, ছবিতে সুযোগ দেওয়ার বিনিময়ে উঠতি অভিনেত্রীদের কাছ থেকে অন্যায় সুবিধে নিচ্ছেন প্রযোজক, পরিচালকরা। অথচ সব জেনেশুনেও নির্বিকার চেম্বার অফ কমার্স আর তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি। তাই এভাবেই তার প্রতিবাদ।
শ্রী রেড্ডি এর আগে নিজের সোশ্যাল মিডিয়া পেজে অভিযোগ করেন, তেলেগু ছবির কয়েকজন নামী প্রযোজক, পরিচালক ও অভিনেতা তাকে যৌন হেনস্থা করেছেন। যারা উঠতি অভিনেত্রীদের থেকে এ ধরনের অন্যায় সুবিধে নেন তাদের নাম ফাঁস করে দেওয়ার হুমকি দেন তিনি।
প্রসঙ্গত, ‘Me Too’ ক্যাম্পেনের মধ্যে দিয়ে সম্প্রতি অনেকেই এর বিরুদ্ধে মুখ খুলছেন। তারই ধারাবাহিকতায় অভিনেত্রী শ্রী রেড্ডি’র এই অভিনব প্রতিবাদের পন্থা অবলম্বন।
জেএস