প্রতিচ্ছবি খুলনা প্রতিনিধি:
নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত ইউএস বাংলার বিমান যাত্রীর তালিকায় ৫ নম্বরে থাকা আলিফুজ্জামান আলিফ এর বাড়ি খুলনার রূপসা উপজেলায়।
নেপালে অবস্থানকারী আলিফের বন্ধু ফারুক খুলনায় তাদের বন্ধুদের কাছে জানিয়েছেন তিনি ওই দুর্ঘটনায় মারা গেছেন। আলিফ সোমবার সকালে যশোর থেকে বিমান যোগে ঢাকায় যায়। সেখান থেকে সে ইউএস বাংলার বিমান যোগে নেপালের উদ্দেশ্যে রওনা হয়।
সোমবার সকালে বিমানে ওঠার আগে সে সেলফি তুলে ফেসবুকে ছবি আপলোড করে। নিহত আলিফ খুলনা জেলার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের বারোপুনিয়া মোড়ের মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মোল্লার মেঝ ছেলে। তিনি খুলনার বিএল কলেজে স্নাতকোত্তর পর্বের ছাত্র। তার বন্ধু ফারুকের আহ্বানে তিনি সেখানে বেড়াতে যাচ্ছিলেন।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে আলিফদের আইচগাতির বাড়িতে আত্মীয়-স্বজন, প্রতিবেশিসহ উৎসুক জনতার ভিড় জমে। মা-বাবাসহ পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েছেন।ভ্রমন প্রিয় আলিফুজ্জামান বিমানে ওঠার আগের কিছু ছবিই স্মৃতি হয়ে থাকবে স্বজনদের মাঝে।
শেখ লিয়াকত হোসেন/ইএ/ জেএস