প্রতিচ্ছবি ক্রীড়া প্রতিবেদক:
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৫১৩ রানের জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে দলীয় শূন্য রানেই উইকেট হারায় শ্রীলঙ্কা। মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার দিমুথ করুনারত্নে।
তবে দ্বিতীয় উইকেট জুটিতে ইনিংস মেরামতের দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করছেন কুশল মেন্ডিস (৫০*) ও ধনঞ্জয়া ডি সিলভা (৬১*)। দুজনের হাফসেঞ্চুরিতে দলীয় শতরান পূরণ হয়েছে লঙ্কানদের। শেষ খবর পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ২৯ ওভারে এক উইকেট হারিয়ে ১১১ রান।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (৩১ জানুয়ারি) শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে আগে ব্যাট করে চার উইকেট হারিয়ে ৩৭৪ রানে প্রথম দিন শেষ করে বাংলাদেশ।
বৃহস্পতিবার সকালে ব্যাট করতে নেমে ৫১৩ রান সংগ্রহ করে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে মুমিনুল হক করেন ১৭৬ রান। মুশফিকুর রহিম করেন ৯২ রান। তামিম ইকবাল করেন ৫২ রান। ৮৩ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।
শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সুরঙ্গা লাকমল ৩টি, রঙ্গনা হেরাথ ৩টি, দিলরুয়ান পেরেরা ১টি ও লক্ষণ সান্দাকান ২টি উইকেট নেন।
এ আর