প্রতিচ্ছবি প্রতিবেদক:
সরকার মাইনাস ওয়ান ফর্মুলার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমরা দেখি ৮ ফেব্রুয়ারির প্রতিফলন হয় কিনা। এমন কিছু হলে জনগণ তা প্রতিহত করবে। এবং তা বাস্তবায়ন হবে না।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ক্ষমতাসীনরা আদালতকে প্রভাবিত করে খালেদা জিয়াকে সাজা দিতে চান। তা নাহলে আদালতে কি হবে না হবে তারা কীভাবে জানেন। তারা আদালতের কাঁধে বন্দুক রেখে মাইনাস ওয়ান ফর্মুলা বাস্তবায়ন করতে চাচ্ছে।
তিনি বলেন, গতকাল (২৮ জানুয়ারি) নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়ার সাজা নিশ্চিত। অ্যাটর্নি জেনারেল বলেছেন জেলে গিয়েই খালেদা জিয়াকে আপিল করতে হবে। আর সরকারদলীয় মন্ত্রীরা বলেছেন, খালেদা জিয়াকে একদিনের জন্য হলেও জেলে যেতে হবে। এতেই সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, আদালতের রায় কি হবে তারা তা জানেন।
হাজার হাজার মামলা দিয়ে তারা বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে তড়িঘড়ি করে সাজা দিয়ে নীলনকশা বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন রিজভী। এসময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবীব-উন নবী খান সোহেল প্রমুখ।
আর এইচ