প্রতিচ্ছবি চট্টগ্রাম প্রতিবেদক
আসন্ন ইদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ‘অধিক নিরাপদ ও লাভজনক পদ্ধতিতে গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ’ বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত বিভাগীয় উপ-পরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক এ এইচ এম মনোয়ার হোসেন।
সভায় উল্লেখ করা হয় এ বৎসর চট্টগ্রামে কোরবানির পশু প্রয়োজন হবে প্রায় ৩০ লক্ষ ৭২হাজার এবং সারাদেশে সম্ভাব্য চাহিদা থাকবে আনুমানিক ১ কোটি ১৪লক্ষ।
এসব গবাদিপশুকে অধিক নিরাপদ পদ্ধতিতে এবং স্বল্প মূল্যে উত্তম খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করাসহ অসৎ উপায়ে গরু মোটাতাজাকরণ পদ্ধতি বন্ধের উপর গুরুত্বারোপ করা হয়।
এ মতবিনিময় সভায় বিভিন্ন জেলা ও উপজেলার প্রাণিসম্পদ অফিসাররা উপস্থিত ছিলেন। পরে প্রানিসম্পদ কর্মকর্তাদের মাল্টিমিডিয়া বিতরণ করা হয়।