প্রতিচ্ছবি প্রতিবেদক:
অবৈধ ও অননুমোদিত ব্যানার-পোস্টারে প্রচারণার দায়ে ট্রেড লাইসেন্স বাতিল হওয়া রাজধানীর ছয় কোচিং সেন্টারের দু’টিই তালাবদ্ধ। বাকি চারটির সংশ্লিষ্টরা লাইসেন্স ফিরে পাওয়ার জন্য সিটি করপোরেশনের কাছে আবেদন করবেন।
তাদের দাবি, যে অভিযোগের ভিত্তিতে লাইসেন্স বাতিল করার আদেশ দেওয়া হয়েছে তার প্রমাণগুলো অনেক আগের।
সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ছয়টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করে গত ২৫ অক্টোবর চিঠি ইস্যু করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ফার্মগেটের ইউসিসি, ইউনিএইড, আইকন, আইকন প্লাস, ওমেকা ও প্যারাগন কোচিং সেন্টারের লাইসেন্স বাতিলের বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার।
বুধবার গ্রিনরোড এলাকায় কোচিং সেন্টারগুলোর অফিসে দেখা যায়, আগে শিক্ষার্থীদের আকৃষ্ট করে যে নানান রঙের ব্যানার-পোস্টার সাঁটানো ছিল তা এখন নেই। কৌশলেই সেগুলো নামিয়ে ফেলেছেন তারা।
ইউসিসি, আইকন প্লাস, ওমেকা ও প্যারাগন কোচিং সেন্টারের অফিস খোলা পাওয়া যায়। আর ইউনিএইড এবং আইকন কোচিং সেন্টারের অফিস ছিল বন্ধ।
এ আর