প্রতিচ্ছবি ঝিনাইদহ প্রতিনিধি:
চট্টগ্রামে নৌবাহিনীর ঈঁশা খা ঘাটির মসজিদে বোমা হামলার চার্জশীট ভুক্ত আসামি বাবলুর রহমানকে ঝিনাইদহ শহর থেকে গ্রেফতার করেছে র্যাব-৬।
সোমবার সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের দাবি, বাবলু জেএমবি সরওয়ার তামিম গ্রুপের সদস্য।
র্যাব-৬ কোম্পানী কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঈঁশা খাঁ ঘাটির দুটি মসজিদে বোমা হামলার ঘটনা ঘটে। এতে নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন মুসল্লী আহত হয়। এ ঘটনায় নৌবাহিনীর এক সদস্য বাদি হয়ে ইপিজেড থানায় সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে।
দীর্ঘ তদন্ত শেষে এ মাসের ১৫ তারিখে তদন্তকারী কর্মকর্তা উসমান গণি আদালতে চার্জশীট দাখিল করেন। এ মামলার আসামী মান্নান, রমজান ও গাফফার কারাগারে রয়েছে। পলাতক ছিল বাবলুর ও সাখাওয়াত।
আব্দুল্লাহ আল মাসুদ / আর এইচ