প্রতিচ্ছবি প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারকে বুধবার বাদ যোহর ও বাদ আসর কুমিল্লার হোমনায় দু’দফা জানাযা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সোমবার দিবাগত রাত ১টা ২০মিনিটে এলিফ্যান্ট রোডের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
১৯৩৩ সালে জন্মগ্রহণ করা এম কে আনোয়ার সরকারি চাকুরি জীবনে বিভিন্ন মন্ত্রণালয়রে সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রী পরিষদ সচিব হয়ে চাকরি থেকে অবসর নেয়ার পর যোগ দেন রাজনীতিতে।
পরবর্তীতে পাঁচবার সংসদ সদস্য আর দুইবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
এ আর
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন: