প্রতিচ্ছবি মাগুরা প্রতিনিধি:
রোহিঙ্গা গনহত্যার দায়ে অং সান সু চিকে জুতা পেটা ও তার ছবিতে অগ্নিসংযোগ করেছে মাগুরা দুর্নীতিবিরোধী মঞ্চ নামে একটি সংগঠন।
বুধবার বেলা সাড়ে ১২ শহরের কলেজ রোড়ে কদম তলায় দুর্নীতি বিরোধী মঞ্চের সদস্যরা সু চির ছবিতে জুতা পেটা করে সংগঠনের বিক্ষুব্দ সদস্যরা তার ছবিতে অগ্নিসংযোগ করে।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দুর্নীতি বিরোধী মঞ্চের দুই নেতা সঈদ আল ফয়সাল ও রেজোয়ান সায়েদিন লিজু।
বক্তারা সুচিকে মানবতার শত্রু আখ্যা দিয়ে দ্রুত রোহিঙ্গা হত্যা বন্ধ ও তাদের দেশে ফিরিয়ে নেওয়ার আহবান জানান।
অয়ন রায়/এ আর
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন: