প্রতিচ্ছবি স্পোর্টস ডেস্ক:
ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করলো বেলজিয়াম। রোববার রাতে গ্রিসকে ২-১ গোলে হারিয়ে এইচ গ্রুপ থেকে ২২ পয়েন্ট নিয়ে রাশিয়ার টিকিট পেলো বেলজিয়াম।
গ্রিসের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বেলজিয়াম। তবে প্রথমার্ধে কোনো গোলই হয়নি।
ম্যাচের ৭০ মিনিটে সাফল্য পায় বেলজিয়াম। গ্রাউন্ড শটে গোল করে দলকে এগিয়ে দেন ভার্টোনঘেন। তবে খুব বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি তারা। তিন মিনিট পরই গোল শোধ করে দেন গ্রিসের জোকো। বেলজিয়ামের এগিয়ে যেতে সময় লাগেনি। প্রথম আক্রমণেই এক ক্রস থেকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান রোমেলু লাকাকু। এ পর্যন্ত বাছাই পর্বে লাকাকুর গোল সংখ্যা ১০।
বাকি সময় আর গোল হয়নি। এ জয়ে ২২ পয়েন্ট নিয়ে রাশিয়ার টিকিট নিশ্চত হলো বেলজিয়ামের।
একইদিন জিব্রাল্টারকে ৪-০ গোলে হারিয়েছে এইচ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা বসনিয়া হার্জেগোভিনা।
আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল, মেক্সিকো, জাপান ও ইরান। এবার তাদের সঙ্গে যোগ হলো ইউরোপের বেলজিয়াম। আর আয়োজক হিসেবে রাশিয়াতো আছেই মূল পর্বে।
এ আর/ডিডিআর