প্রতিচ্ছবি প্রতিবেদক :
বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে আরও দুই সপ্তাহ সময় দিয়েছে সর্বোচ্চ আদালত।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রোববার সময়ের আবেদন করলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারকের আপিল বেঞ্চ তা মঞ্জুর করে।
বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে বিচার বিভাগের সঙ্গে রাষ্ট্রের নির্বাহী বিভাগের দীর্ঘ টানাপড়েনের পর আইনমন্ত্রী আনিসুল হক ওই বিধিমালার খসড়া সুপ্রিম কোর্টে জমা দিলেও প্রধান বিচারপতি গত ৩০ জুলাই তা গ্রহণ না করে কয়েকটি শব্দ ও বিধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
প্রধান বিচারপতি সেদিন বলেন, আইনমন্ত্রী খসড়া চূড়ান্ত করার আগে তার সঙ্গে আলোচনা করলেও পুরোপুরি ‘ইউটার্ন’ করেছেন।
ওই খসড়া গ্রহণ না করে প্রধান বিচারপতি মতপার্থক্য নিরসনে আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও আইন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের আলোচনায় ডেকেছিলেন। তিনি বলেছিলেন, ৩ অগাস্টের মধ্যে যে কোনো দিন তারা বসতে পারেন।
আইনমন্ত্রী বৃহস্পতিবার বসবেন বলে সাংবাদিকদের জানালেও পরে অসুস্থতার কারণ দেখিয়ে সেদিন আর সুপ্রিম কোর্টে যাননি।
এম এম